Breaking

Breaking News

৩৫ মিলিয়ন ইউরো বেতনে পিএসজিতে মেসি !

মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

নেইমারের সঙ্গে সমঝোতা করলো বার্সেলোনা !


বার্সেলোনা থেকে নেইমার চলে যাবার পর থেকেই দুই পক্ষের মধ্যে চলছিল আইনি লড়াই । অবশেষে তার সমাধান হলো । আইনি লড়াই থেকে আদালতের বাইরে সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা ও নেইমার । গত সোমবার এক বিবৃতিতে বার্সেলোনা জানায় দুই পক্ষের মাঝে চলমান সমস্যা বন্ধুত্বপূর্ণভাবে মিটিয়ে ফেলা হয়েছে ।


নিজেদের ওয়েবসাইট থেকে বার্সেলোনার কর্তৃপক্ষ জানায়, বার্সেলোনা ঘোষণা করছে যে ব্রাজিলে ও পিএসজির খেলোয়াড় নেইমারের সঙ্গে শ্রম ও নাগরিক বিষয়াদি নিয়ে যে মামলা চলছিলো তা আদালতের বাইরে বন্ধুত্বপূর্ণভাবে সুরাহা করেছে । আইনি লড়াই শেষ করতে লেদেনমূলক বোঝাপড়ার মাধ্যমে দুই পক্ষই সই করেছে । বার্সেলোনা ও নেইমারের মধ্যে যেসব বিষয় ঝুলে আছে তার মধ্যে তিনটি দাবি হল শ্রম ও নাগরিক বিধি নিয়ে । ২০১৩-১৪ থেকে ২০১৬-১৭ পর্যন্ত নেইমার বার্সেলোনার খেলোয়াড় ছিলেন । তারপর তিনি যোগ দেন পিএসজিতে , নেইমার সেখানে এখনো খেলছেন ।’


২০১৭ সালে রেকর্ড ট্রান্সফারের বিনিময়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেন নেইমার । পিএসজিতে যোগ দেয়ার মাসখানেক আগে বার্সার সঙ্গে চুক্তি করেন ব্রাজিলিয়ান এই সেনসেশন । ওই চুক্তির শর্তানুযায়ী নেইমার ৪ কোটি ৬৩ লাখ ইউরো দাবি করে বার্সেলোনার বিরুদ্ধে মামলা করেন । চুপ করে থাকেনি বার্সাও,চুক্তি ভঙ্গের অভিযোগ এনে পাল্টা মামলা করে নেইমারের বিরুদ্ধে ।


সেই মামলায় স্পেনের একটি আদালত রায় দেন বার্সেলোনার পক্ষে । নেইমারের করা মামলা খারিজ করে দিয়ে গত বছরের জুনে উল্টো তাকে ৬৭ লাখ ইউরো জরিমানা করে ক্লাবকে দেয়ার নির্দেশ দেয়া হয় ।তবে স্প্যানিশ মিডিয়া দাবি করে, নেইমার ওই রায়ের বিরুদ্ধে আপিল করে আবার নতুন একটি মামলা করেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts,Please let me know.