Breaking

Breaking News

৩৫ মিলিয়ন ইউরো বেতনে পিএসজিতে মেসি !

বুধবার, ২৮ জুলাই, ২০২১

অলিম্পিকস এর গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো আর্জেন্টিনার !



দ্বিতীয়ার্ধে মিকেল মেরিনোর গোলে এগিয়ে যায় স্পেন । তবে ম্যাচের অন্তিম মহুরতে সমতা টানেন আর্জেন্টিনার টমাস বেলমোন্তে । ১-১ গোলে ড্র হলেও শেষ রক্ষা হয়নি আর্জেন্টিনার । টোকিও অলিম্পিক ফুটবল ছেলেদের ইভেন্টে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হল আর্জেন্টিনাকে । ৩ ম্যাচে দুই ড্র ও এক জয় স্পেনের ।

 ৫ পয়েন্ট নিয়ে সি গ্রুপে সবার উপরে থেকে শেষ আটে পৌঁছেছে দলটি । একটি করে জয় ও একটি করে ড্রয়ে আর্জেন্টিনার পয়েন্ট আর মিশরের পয়েন্ট সমান ৪ । 

কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থেকে সি গ্রুপের রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আফ্রিকার দেশ মিশর । ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার নিছে থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া । বুধবার জাপানের সাইতামা স্টেডিয়ামে প্রথমার্ধে দুই দলের কেউই গোল করতে পারেনি । তবে বিরতি থেকে ফিরে গোল করে স্পেন । 

ম্যাচের ৬৬তম মিনিটে দানি ওলমোর বাড়িয়ে দেয়া বলে লক্ষ্যভেদ করেন মেরিনো । কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার ৩ মিনিট আগে সমতায় ফেরে আর্জেন্টিনা ১-১ । থিয়াগো আলমাদার কর্নার থেকে ভেসে আসা বলে হেড করে গোল করেন টমাস বেলমোন্তের  । তবে ম্যাচের অন্তিুম মুহূর্তে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় আর্জেন্টিনা । 

৯০ মিনিটে আবার সেই আলমাদার ক্রস থেকে লিওনেল মোসেভিচের হেড সেভ হলে অলিম্পিক যাত্রা শেষ হয় আর্জেন্টিনার । আগামী ৩১ শে জুলাই শনিবার কোয়ার্টার ফাইনালে ডি গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা সৌদি আরবের মুখোমুখি হবে স্পেন । দিনের অপর ম্যাচে মিশরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts,Please let me know.