অ্যাথলেটদের আনন্দ-বিষাদের গল্প প্রত্যেকটা অলিম্পিক আসর । টানা ৪ বছর গ্রেট শো অন আর্থের একটি মেডেলের জন্য কঠোর পরিশ্রম করেন অ্যাথলেটরা । তবে কেউ হাসে, আবার কেউ কাঁদে । এবার নিয়ে তৃতীয়বারের মতো অলিম্পিক খেলতে আসেন আর্জেন্টিনার নারী ফেন্সার মারিয়া বেলেন । কিন্তু সফল হতে পারেননি, বিদায় নেন প্রথম রাউন্ড থেকেই । তবে ব্যর্থতার গল্পকে মধুর করে সাজালেন তারই কোচ গিলের্মো সসেদো । টিভি ক্যামেরার সামনেই বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন ছাত্রীকে । তবে গুরুর প্রস্তাবে সাড়াও দিয়েছেন মারিয়া ।
টোকিও অলিম্পিক থেকে বাদ পড়ে মনে কষ্ট নিয়ে টেলিভিশনের সামনে সাক্ষাৎকার দিচ্ছিলেন মারিয়া । ঠিক সে সময়ই তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন তারই দীর্ঘদিনের কোচ সসেদো । একটি কাগজে বিয়ের কথা লেখা নিয়ে হাজির হন সসেদো ।তাতে তার ছাত্রীকে লক্ষ করে লেখা ছিল,আমাকে তুমি কি বিয়ে করতে চাও ?এরপর হাঁটু গেড়ে বসে বলেন, তুমি হ্যাঁ বলো, প্রচুর লোক আমাদের দেখছে ।
কোচের এমন কাণ্ডে আবেগাপ্লুত হয়ে পড়েন মারিয়া । নিজের সম্মতি জানাতে দেরি করেননি । মারিয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি আমার সব দুঃখ ভুলে গিয়েছি ।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts,Please let me know.