অলিম্পিকে ঘরের মাঠে গতবার সোনা জিতেছিল ব্রাজিল । জাপানের টোকিও অলিম্পিকেও স্বর্ণ জয়ের আশায় শক্তিশালী দল নিয়ে এসেছে সেলেসাওরা । সেই লক্ষ্যে দারুণ ভাবে এগিয়ে চলেছে ব্রাজিল । ডি গ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল । ২ গোল করেছেন রিচার্লিসন ।
ডি গ্রুপ থেকে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে কোয়াটার ফাইনালে ব্রাজিল । বিদায় ঘণ্টা বেজেছে গতবার রিও অলিম্পিকে রুপাজয়ী জার্মানির । ব্রাজিলের সাথে ড্র করার পর জার্মানদের সঙ্গেও ১-১ গোলে ড্র করেছে আইভরিকোস্ট । ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ হয়েছে আইভরিকোস্ট ।
সাইতামা স্টেডিয়ামে ম্যাচের ১৪ মিনিটে ম্যাথেউস কুনহা ব্রাজিলকে লিড এনে দেন । এই আসরে প্রথম গোল পেলো জার্মানির ক্লাব হার্থা বার্লিন ফরোয়ার্ডের । তবে ২৭তম মিনিটে আল আমরির গোলে সমতায় ফেরে সৌদি আরব ১-১ । ১-১ সমতায় শেষ হয় প্রথম ৪৫ মিনিট ।
৭৪তম মিনিটে আবার ব্রাজিলকে এগিয়ে দেন রিচার্লিসন । ম্যাচের অতিরিক্ত সময়ে আরো ১ গোল করে ব্যবধান ৩-১ করেন দ্বিতীয় গোল করা রিচার্লিসন । আসরে ৫ গোল করলেন এভারটনের এই স্ট্রাইকার । ৫ গোল নিয়ে এখনো পর্যন্ত আসরের সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলের ২৪ বছর বয়সী এই তারকা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts,Please let me know.