Breaking

Breaking News

৩৫ মিলিয়ন ইউরো বেতনে পিএসজিতে মেসি !

মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

আর্জেন্টিনার ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন মেসি !

 


টানা ম্যাচে ড্র করলো আর্জেন্টিনা তিন ম্যাচেই বারবারই এগিয়ে গিয়েও ম্যাচের নিয়ন্ত্রণ হারাচ্ছে লিওনেল স্কালোনির দল ঘটনার পুনরাবৃত্তি কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচেও লিওনেল মেসির অসাধারণ ফ্রি-কিকে লিড নেয়াটা দারুণ কিছুরই আভাস দিচ্ছিলো তবে দ্বিতীয়ার্ধে রেফারির বিতর্কিত পেনাল্টির জন্য গোল খেয়ে বসে আর্জেন্টিনা কিন্তু অধিনায়ক লিওনেল মেসি ম্যাচশেষে ব্যর্থতার দায় নিজেদের ওপরই নিলেন  


বিশ্বকাপ বাছাইপর্বে টানা দুই ম্যাচে এবং কোপা আমেরিকায় ও যাত্রা শুরুর করলো ড্র দিয়ে । ড্র এর এই সমস্যা কাটিয়ে ওঠতে না পারলে ১৯৯৩ পর আরও একবার হয়তো কোপায় নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ থেকে বঞ্চিতই হতে হবে ম্যারাডোনার দেশকে তবে ব্রাজিলের রিও ডি জেনেইরোর অলিম্পিক স্টেডিয়ামে এদিন প্রথমার্ধের চিলির তুলনায় এগিয়ে ছিল আর্জেন্টিনা

চিলির মানব দেয়াল ভেঙে  লিওনেল মেসির মন মাতানো ফ্রি কিক গোলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় আর্জেন্টিনা তবে তার আগে সহজ সুযোগ নষ্ট করেছেন নিকোলাস গঞ্জালেস,লাউতারো মার্টিনেজরা


ম্যাচের ৫৭তম মিনিটে একমাত্র  ভুলটা করে বসে আর্জেন্টাইন রক্ষণ বক্সের ভিতর আর্তুরো ভিদালকে ফাউল করে বসেন ডিফেন্ডাররা তবে রিপ্লে দেখে মনে হয়েছিল ওটা পেনাল্টি নয় । কিন্তু ভি এ আর সাহায্য নিয়ে পেনাল্টি দিয়ে দেন ।পেনাল্টি থেকে নেয়া ভিদালের শট আর্জেন্টিনা গোলরক্ষক সেভ করলেও শেষ রক্ষা হয়নি গোল বারে লেগে ফিরে আসা বল হেডে জালে জড়ান এদুয়ার্দো ভারগাস এরপর ম্যাচে এগিয়ে যেতে চাইলেও আর্জেন্টিনার খেলোয়াড়দের ব্যর্থতায় পয়েন্ট ভাগাভাগি করতে হয় মেসিদের


ম্যাচ শেষে নিজেদের ভুল গুলোই চোখে পড়েছে মেসির বল নিয়ন্ত্রণে নিজেদের বার্থতার পাশাপাশি ড্রয়ের পেছনে আরও কিছু কারণ বের হয়ে এসেছে মেসির কাছে, ‘তিনি বলেন ম্যাচটা বেশ কঠিন ছল আমরা ভালোভাবে খেলতে ও বলের নিয়ন্ত্রণ ঠিকমতো রাখতে পারিনি, আমাদের খেলায় কোন গতি ছিল না । ম্যাচ বদলে দিয়েছিল ওই পেনাল্টিই


তবে আর্জেন্টিনার অধিনায়ক আশা হারাচ্ছেন না আমরা এখন সামনের ম্যাচ নিয়ে ভাবতে চাই মেসি আরও বলেন, ‘আমরা জিতে কোপা শুরু করতে চেয়েছিলাম আমাদের সামনে এখন উরুগুয়ে আছে, সেই ম্যাচটাও যথেষ্ট কঠিন আমাদের কিন্তু অবশ্যই পরের ম্যাচ নিয়ে চিন্তা করতে হবে এখন


 গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ মেসির সঙ্গে সুর মিলিয়ে একই কথা বলেন, তিনি বলেন আমাদের অনেক কিছুর উন্নতি দরকার ম্যাচে আমরা বেশ কিছু সুযোগ সৃষ্টি করেছিলাম যা ইতিবাচক একটা সমস্যা ঠিক হলে ধীরে ধীরে সব ঠিক হতে থাকবে আমরা আমাদের ক্ষমতার ওপর ভরসা রাখি এবং আমাদের দলটা ঐক্যবদ্ধ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts,Please let me know.