প্রথমার্ধের ১৮ মিনিটের সময় দারুন সুযোগ পেয়েও গোল কিপারের হাতে বল মারেন গঞ্জালেস । কিন্তু লো সেলসোকে ম্যাচের ৩১ মিনিটে ফাউল করলে ডি বক্সের বাইরে ফ্রি কিক পায় আর্জেন্টিনা । বিশকাপ বাচাইয়ে মেসির ফ্রি কিক থেকিয়ে দিয়েছিল ক্লাউদিও ব্রাভো । কিন্তু এবার আর পারেনি । লিওনেল মেসির দুর্দান্ত ফ্রি কিক গোলে লিড নেয় আর্জেন্টিনা ।
কোপায় আসাধারন একটি ফ্রি কিক দেখল গোটা বিশ্ব । মেসির নেয়া বাঁকানো শট বা দিকে ঝাঁপিয়ে পরেও বল হাতে লাগাতে পারেনি ক্লাউদিও ব্রাভো । ম্যাচের শুরুতে এলোমেলো ফুটবল খেলা আর্জেন্টিনা মেসির গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় । বিরতির পর বেশ ভালই খেলছিল আর্জেন্টিনা । কিন্তু বিতর্কিত এক পেনাল্টি পেয়ে দলকে সমতায় ফেরান চিলির ফরওয়ার্ড এডুয়ার্ডো ভার্গাস । ৫৭ মিনিটে ভি এ আর এর মাধ্যমে পেনাল্টি পায় চিলি ।
কিন্তু ভিদালের নেয়া শট ঠেকিয়ে দেন আর্জেন্টিনার কিপার এমিলিয়ানো মার্তিনেজ । পরে ডি বক্সের বাইরে থেকে দৌড়িয়ে গিয়ে গোল করেন ভার্গাস । ম্যাচের বাকি সময় আর্জেন্টিনা দুর্দান্ত খেলেও আর গোল করতে পারেনি । তবে বেশ কয়েক বার সহজ সুযোগ পেয়েও গোল করতে বার্থ আর্জেন্টিনার খেলোয়াড়রা । শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দু দোল ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts,Please let me know.