Breaking

Breaking News

৩৫ মিলিয়ন ইউরো বেতনে পিএসজিতে মেসি !

বুধবার, ১৬ জুন, ২০২১

আগামী বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে চায় বাংলাদেশ !


 

বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করতে চায় বিসিবি । কিন্তু এককভাবে নয়, টি-টোয়েন্টি ওয়ানডে যৌথভাবে বিশ্বকাপের স্বাগতিক হওয়ার ইচ্ছা বিসিবির আজ সভাপতি নাজমুল হাসান পাপন বিসিবি নির্বাহী কমিটির সভা শেষে নিজেই জানান এই তথ্য


আগামী আইসিসির উইন্ডোতে  টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিরও স্বাগতিক হওয়ার ইচ্ছা বাংলাদেশের। আগামী দুএকদিনের মধ্যে ভারত পাকিস্তান শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন নিয়ে আলোচনার কথাও বলেন বিসিবি বস।


আগামী ২০২৫ ২০২৯ সালে আইসিসির ঘোষিত উইন্ডোতে রয়েছে দুইটি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই দুই টুর্নামেন্টের যেকোনো একটি এককভাবে আয়োজন করার জন্য বিড করবে বিসিবি। এছাড়া আগামী ২০২৭ ২০৩১ সালের রয়েছে দুটি ওয়ানডে বিশ্বকাপ

 

 

সামনের ওই বিশ্বকাপের যেকোনো একটিতে যৌথভাবে স্বাগতিক হতে চায় বাংলাদেশ।এর আগে ২০১১ বিশ্বকাপে যৌথভাবে শ্রীলঙ্কা ভারতের সঙ্গে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করে বিসিবি। এছাড়া এককভাবে গত ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করে বাংলাদেশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts,Please let me know.