বাংলাদেশের লাল সবুজের জার্সিতে খেললেও জামাল ভূঁইয়ার জন্ম ডেনমার্কে। বাংলাদেশ দলের আরেক খেলোয়াড় প্রবাসী তারিক কাজীর জন্ম ফিনল্যান্ডে। আর সেই জন্য ইউরো চ্যাম্পিয়নশিপে ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচে চোখ ছিল দু’জনের। তাই তো ম্যাচের ফলের চেয়ে তাদের নাড়িয়ে দিয়েছে ক্রিস্টিয়ান এরিকসেনের ঘটনা। গত শনিবার কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপে ম্যাচের ৪৩তম মিনিটে বল রিসিভ করতে গিয়ে পড়ে যান এরিকসেন । সাথে সাথে ছুটে যান দুই দলের খেলোয়াড়রা। চিকিৎসা শুরু হয় মাঠে । সাথে দেয়া হয় সিপিআর। কিছুক্ষন পরেই হাসপাতালে নেয়া হয় এরিকসেনকে। তবে তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়।
বাংলাদেশের
হয়ে এশিয়ান
কাপের
ও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে জামাল ও তারিক বর্তমানে কাতারের দোহায় । ওমান
ম্যাচের
প্রস্তুতির
ফাঁকে
দু’জনে দেখতে
বসেছিলেন
ডেনমার্ক-ফিনল্যান্ড
ম্যাচ
। মুঠোফোনে
ম্যাসেজ
চালাচালি
করছিলেন
নিজ-নিজ
দলের
সমর্থনে। কিন্তু এরিকসেনের ঘটনায় মর্মাহত জামাল।আর তাই তো কৈশোরে
এরিকসেনের
বিপক্ষে
খেলার
স্মৃতি স্মরণ
করলেন
। জামাল
বলেন,
এরিকসেনের
হার্ট
অ্যাটাক
হয়েছে,
শুনে অনেক
অনেক
খারাপ
লেগেছে। শুধু এরিকসেনের জন্য নয়, ডেনমার্ক দলের সব খেলোয়াড়দের জন্যও, ওর
পরিবারের জন্য এবং যারা ওর সঙ্গে খেলে তাদের জন্য
খারাপ লেগেছে।
পেশাদার, অপেশাদার এবং যারা ফুটবল খেলে, সবাই ওর জন্য দোয়া করছে।’ জামাল আরও বলেন এরিকসনের বিপক্ষে দুইবার আমি খেলেছি। এটা তার আয়াক্সে যোগ দেয়ার আগে যখন আমাদের বয়স ১৫ বা ১৬ বছর ছিল, । সেই সময় ম্যাচের আগে আমাদের কোচ আমাকে বললো, প্রতিপক্ষ দলে একজন বিস্ময় বালক আছে। ওই সময় আমি মনে মনে বলেছি, বিস্ময় বালক কি করবে, আমি ওকে মেরে ফেলবো (হেসে দিয়ে) কিন্তু যখন ম্যাচ শুরু হলো, আমরা এগিয়ে ছিলাম, তখন ও একেবারে আচমকা দুইটা গোল করলো।
আমরা জিতেছিলাম ওই ম্যাচ । দ্বিতীয় ম্যাচে ও আবার আমাদের বিপক্ষে ২ টা গোল করলো। ঠিক ওই সময় বুঝতে পারলাম ছেলেটা (এরিকসেন) বিস্ময় বালক। আয়াক্স ওকে এক মাস পর কিনে নিলো।’ শনিবারের ঘটনাবহুল ম্যাচে তারিকের দল ফিনল্যান্ড ১-০ গোলে জিতেছে । দলের জয়ে স্বাভাবিকভাবে খুশি তারিক। তবে এরিকসেনের দ্রুত মাঠে ফেরার অপেক্ষায় আছেন তিনিও। তারিক বলেন ডেনমার্কের বিপক্ষে চমৎকার জয় দিয়ে ফিনল্যান্ড ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু করেছে।
কিন্তু এই ফল মুখ্য নয়, কেননা, আমরা সবাই জানি এরিকসেনের কি হয়েছিল। এই ঘটনা খুবই দুঃখজনক। ক্রিস্টিয়ান ও তার পরিবারের জন্য অনেক সমবেদনা। দোয়া করি দ্রুত সে সেরে উঠবে এবং দ্রুত রিকভার করে শিগগিরই মাঠে ফিরবে।’ জামালের বিপক্ষে জিতে খুশি তারিক কাজী বলেন, ‘জামাল যেহেতু ডেনমার্কের, সেহেতু ওর সঙ্গে আমার একটা দ্বৈরথ আছে।
আমি ওকে বলেছিলাম ফিনল্যান্ড জিতবে এবং সেও তার ডেনমার্কের পক্ষে ছিল। শেষ পর্যন্ত ভালো ফলটা পেয়েছি আমিই’।
আগামীকাল
কাতারের
দোহায়
জসিম
বিন
হামাদ
স্টেডিয়ামে
বিশ্বকাপ
ও এশিয়ান
কাপের
বাছাইয়ে
ওমানের
বিপক্ষে
খেলবে
বাংলাদেশ। তারিক প্রতিপক্ষকে শক্তিশালী মানলেও ভালো ফল পাওয়ার ব্যাপারে আশাবাদী, তারিক
আরও বলেন ওমান খুবই
কঠিন
প্রতিপক্ষ। ভালো এবং জমাট দল। তারা বল পায়ে রাখার চেষ্টা
করবে ।তবে আমরাও গত
সপ্তাহে
কঠোর
পরিশ্রম
করেছি,
দলের
প্রতি
আমরা
প্রতিশ্রুতিবদ্ধ। ওমানের বিপক্ষেভালো একটি ফল পাবো আশা করি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts,Please let me know.