কোপা আমেরিকার যৌথ আয়োজক ছিল আর্জেন্টিনা ও কলম্বিয়া। রাজনৈতিক অস্থিরতার কারণে কলম্বিয়ার কাছ থেকে আয়োজনের স্বত্ব কেড়ে নেয় দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। একরকম হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন করে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। এরপর করোনাভাইরাসের প্রাদুভার্ব বৃদ্ধি পাওয়ায় সরে যায় আর্জেন্টিনাও।
তবে ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনার কোভিড-১৯ পরিস্থিতি ভালো। কোভিড-১৯ মহামারিতে আক্রান্ত ব্রাজিলে নিয়ে যাওয়া হয় কোপা আমেরকিা। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে গুঞ্জন ওঠে, ব্রাজিলে কোপা আমেরিকা আয়োজন হলে বয়কট করতে পারেন নেইমার-ক্যাসেমিরোরা। কনমেবলের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে ব্রাজিল দল। করোনা মহামারির প্রকোপ কমে না এলেও ব্রাজিলে কোপা আয়োজনের সিদ্ধান্ত নেয়ায় এর বিরোধীতা করে কঠোর সমালোচনা করেন ব্রাজিল অধিনায়ক ক্যাসেমিরো।
তবে ব্রাজিলের ক্রীড়া দৈনিক গ্লোবো এস্পোর্তে জানিয়েছে, মত পাল্টেছেন ব্রাজিলিয়ান ফুটবলারা। রোববার থেকে শুরু হতে যাওয়া কোপার ৪৭তম আসরে দেখা যাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ব্রাজিলে কোপা আয়োজনের বিতর্কিত সিদ্ধান্তের জন্য দায়ী করা হয় কাবাকলোকে।
ব্রাজিল জাতীয় দলের সদস্যরা বিরক্ত ছিলেন দেশটির ফুটবল ফেডারেশন প্রধান রোগেলিও কাবাকলোর উপর।
ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য কোপা আর্জেন্টিনা থেকে সরিয়ে নেয়ার জন্য কনমেবলকে চাপ দেন কাবাকলো। করোনা নিয়ন্ত্রণে বরাবরই উদাসীন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। সম্প্রতি যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।
তা নিয়ে ব্যাপক অসন্তোষ রয়েছে ব্রাজিলিয়ানদের মধ্যে। বিতর্কের মাঝেই বরখাস্ত হয়েছেন কনফেডারেশন অব ব্রাজিল ফুটবলের (সিবিএফ) সভাপতি রোগেলিও কাবাকলো। বুধবার প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন ক্যাসেমিরো। সেখানে নিজেদের সিদ্ধান্ত বদল ও নানা বিষয় নিয়ে কথা বলবেন ব্রাজিল অধিনায়ক। নেইমারদের সিদ্ধান্ত বদলের ক্ষেত্রে কাবাকলোকে সরিয়ে দেয়ার প্রভাব রয়েছে বলে জানিয়েছে গ্লোবো এস্পোর্তে। তবে এখনো সিবিএফের উপর ক্ষোভ কমেনি নেইমারদের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts,Please let me know.