বাংলাদেশের মুশফিকুর রহীম আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মে মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন । তার সঙ্গে এই তালিকায় আছেন আরও দু’জন। পাকিস্তানের পেসার হাসান আলী ও শ্রীলঙ্কার ক্রিকেটার প্রাভিন জয়াবিক্রমা । এই তিনজনের মধ্য থেকে ভোটের মাধ্যমে দর্শকরা একজনকে বেছে নিবেন। ভক্ত-সমর্থকরা এখন icc-cricket.com/awards এই লিঙ্কে গিয়ে তাদের সেরা ক্রিকেটারের পক্ষে ভোট দিতে পারেন।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সিদ্ধান্ত নেয় চলতি বছরের জানুয়ারি থেকে প্রতি মাসের সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করার। প্রথম চার মাসে বাংলাদেশের কোনো খেলোয়াড় না থাকলেও মে মাসে এই তালিকায় নাম উঠে মুশফিকের। আইসিসি এই ক্রিকেটারদের মনোনয়ন দিয়েছে সব ধরনের ফরমেটে সেরা পারফরমেন্সের ভিত্তিতে । মনোনয়নের তালিকায় থাকা একজনকে বেছে নেয়া হবে এই ক্রিকেটারদের মধ্যে থেকে । যিনি স্বীকৃতি পাবেন আইসিসি’র মে মাসের সেরা ক্রিকেটার হিসেবে।
প্রথমবারের মতো বাংলাদেশকে ওয়ানডে সিরিজ জয়ে মুশফিক বড় ভূমিকা রাখেন। মে মাসে মুশফিক রহীম একটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। সবক’টি ম্যাচই খেলেছেন তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে। ঘরের মাটিতে ওয়ানডে সিরিজে ৩ ম্যাচে মুশফিক করেছেন ২৩৭ রান। শ্রীলঙ্কার বিরুদ্ধে দেশের মাটিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুশফিক ১২৫ রানের সেঞ্চুরি হাঁকান। এছাড়া বাকি দুই মনোনীতদের মধ্যে জয়াবিক্রমা বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলে তুলে নেন ১১টি উইকেট, যা ছিল কোনো অভিষিক্ত কোনো শ্রীলঙ্কান বোলারের সেরা পারফরমেন্স। আর হাসান আলী জিম্বাবুয়ের বিপক্ষে দু’টি টেস্ট খেলে ১৪ উইকেট তুলে নেন। মে মাসে ‘আইসিসি সেরা খেলোয়াড় (নারী)’ এর জন্য মনোনীত হয়েছেন স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস, আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ও লিয়াহ পল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts,Please let me know.