চলতি ফরাসি ওপেন যেন একের পর অঘটনের স্বাক্ষী হয়ে গেছে । চতুর্থ রাউন্ড থেকে বাদ পড়েন সেরেনা উইলিয়ামস,একই দিনে চোটের কারণে নাম প্রত্যাহার করেন রজার ফেদেরার । সেই তালিকায় এবার নাম লেখালেন ইগা শিয়াওতেক। গ্রীসের মারিয়া সাক্কারির কাছে হেরে কোয়ার্টার ফাইনালে থেকেই বিদায় নিলেন গতবারের চ্যাম্পিয়ন।
শুরু
থেকেই
পোলিশ
তারকার
উপর
চড়াও
হন
সাক্কারি। এদিন প্রথম সেটে জিতে শিয়াওতেকের টানা ২২ সেট জয়ের নজির ভেঙে দেন সাক্কারি। ফিলিপ
সাতিরিয়েরে
স্ট্রেট
সেটে
সাক্কারি
কোয়ার্টার
ফাইনাল
থেকেই
ছিটকে
দেন
শিয়াওতেককে। খেলার ফলাফল ৬-৪,৬-৪।
এই বছর
প্রথম
চার
রাউন্ডের
ম্যাচে
তিনি
স্ট্রেট
সেটে
জয়
পেয়েছিলেন।
২০২০
সালে
১৪টি
সেটে
টানা
জয়
পেয়েছিলেন
ইগা। কোয়ার্টারে প্রথম সেটে ৬-৪ ফলে হারের পরে দ্বিতীয় সেটে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান ইগা। দ্বিতীয়
সেটে
একটা
সময়
তাকে
বাধ্য
হয়ে
মেডিক্যাল
টাইম
আউট
পর্যন্ত
নিতে
হয়। লড়াই চালালেও সেখান থেকে আর ফিরতে পারেননি ইগা। দ্বিতীয়
সেটে
২-০ ফলে
পিছিয়ে
পড়ে
পোলিশ
তারকা। ফলে সাক্কারি ৬-৪ ফলে দ্বিতীয় সেট জিতে জয় নিশ্চিত করেন।
সেমিফাইনালে
সাক্কারি মোকাবেলা করবেন চেক রিপাবলিকের আনসিডেড বারবারা ক্রেসিকোভা। অপর
সেমিফাইনালে মুখোমুখি হবেন স্লোভেনিয়ার তামারা জিদাসেকের এবং রাশিয়ার ৩১তম বাছাই অ্যানাস্টেসিয়া প্যাভলিউচেনকোভা
।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts,Please let me know.