সুর পাল্টেছেন নেইমাররা, আয়োজকদের সমালোচনা করলেও জাতীয় দলের হয়ে খেলতে আপত্তি নেই তাদের। কাসেমিরোর সংবাদ সম্মেলন বয়কট, ব্রাজিলীয় ফুটবলারদের অসম্মতি- সব মিলিয়ে কোপা আমেরিকার ভবিষ্যত শঙ্কায় পড়ে যায়। তবে ব্রাজিলিয়ান আদালতের বিরোধী অবস্থানের কারণে শঙ্কা এখনও কাটেনি । শতবর্ষী আসরটিতে খেলতে এরইমধ্যে দল ঘোষণা করেছে সেলেকাওরা।
বিশ্বকাপ বাছাইয়ে শেষ দুই ম্যাচের দলে মাত্র একটি পরিবর্তন এনেছেন ব্রাজিল কোচ। কোপা আমেরিকার জন্য ২৪ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন তিতে। ভিনিসিউস জুনিয়র,রবার্তো ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুসদের সঙ্গে আছেন এভারটন, গ্যাব্রিয়েল বারবোসো ও রিচার্লিসন। দলে ফিরেছেন চেলসি ডিফেন্ডার থিয়াগো সিলভা। সাম্প্রতিক সময়ে চোটে ভুগছিলেন তিনি।
দানি আলভেসের জায়গায় ডাক পেয়েছেন বার্সেলোনার এমারসন।
রক্ষণে লুকাস ভেরিসিমোর জায়গায় অ্যাটলেটিকো মাদ্রিদের ফেলিপেকে ভিড়িয়েছেন তিতে। আগামী সোমবার গারিঞ্চা স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৩ টায় ভেনিজুয়েলার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ‘বি’ গ্রুপে ব্রাজিলের অন্য প্রতিপক্ষ কলম্বিয়া, ইকুয়েডর ও পেরু।
কোপা আমেরিকায় ব্রাজিল দল
গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল),এডারসন (ম্যানচেস্টার সিটি)ওয়েভারটন (পালমেইরাস),
এমারসন (রিয়াল বেটিস),ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ফেলিপে (অ্যাটলেটিকো মাদ্রিদ), রেনান লোদি (অ্যাটলেটিকো মাদ্রিদ), আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), এডের মিলিটাও (রিয়াল মাদ্রিদ), মার্কুইনহোস (পিএসজি)থিয়াগো সিলভা (চেলসি),
মিডফিল্ডার: ফাবিনহো (লিভারপুল), কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফ্রেড (ম্যানইউ),ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা),লুকাস পাকুয়েতা (অলিম্পিক লিয়ন), এভারটন রিবেইরো (ফ্ল্যামেঙ্গো)
ফরোয়ার্ড: নেইমার (পিএসজি),রবার্তো ফিরমিনো (লিভারপুল), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), এভারটন (বেনফিকা),গ্যাব্রিয়েল বারবোসা (ফ্ল্যামেঙ্গো), রিচার্লিসন (এভারটন)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts,Please let me know.