রোঁলা গাঁরো ইতিহাসের অন্যতম সেরা ম্যাচে নাদালকে হারিয়ে ফাইনালের মঞ্চে নোভাক জকোভিচ । ২০০৫ সালে ফ্রেঞ্চ
ওপেনে
অভিষেকের
পর
মাত্র
তৃতীয়
ম্যাচে
হারলেন
রাফায়েল
নাদাল। নাম্বার ওয়ান জকোভিচ চার ঘণ্টারও বেশি সময়ের লড়াইয়ে জিতেছেন ৩-৬, ৬-৩, ৭-৬(৭-৪), ৬-২ গেমে।
নাদাল টানা
চারবার
ফ্রেঞ্চ
ওপেনের
শিরোপাজয়ী
। নাদাল
ক্লে কোর্টের গ্র্যান্ড স্লামে জিতেছেন রেকর্ড ১৩ শিরোপা। জকোভিচ প্যারিসে নাদালকে দুইবার হারানো একমাত্র খেলোয়াড় । ফ্রেঞ্চ ওপেনের রাজা খ্যাত নাদালের বিপক্ষে প্রথম সেটে হেরেও দারুন ভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে উঠে উচ্ছ্বসিত জকোভিচ ।
এই নাদালের কাছে হেরে গতবার শিরোপা জেতা হয়নি জকোভিচের। জকোভিচ
জানতেন, ফ্রেঞ্চ ওপেনে নাদালকে হারাতে হলে খেলতে হবে সেরা টেনিস। আর
এটা করতে পেরেছেন বলে তৃপ্ত ১৮ গ্র্যান্ড স্লামজয়ী। জকোভিচ বলেন প্যারিসে এটা আমার ক্যারিয়ারের সেরা ম্যাচ। আমি ভালো করেই জানতাম এই কোর্টে নাদাল কে হারাতে
হলে
সেরাটা
দিতে
হবে। দিনটা আজ
আমার
ছিল। এই জয়ের অনুভূতি ভাষায় বোঝাতে পারবো না। আমাদের দু’জনের
জন্যই
সেরা
ম্যাচ
ছিল
এটা।’
ফ্রেঞ্চ
ওপেনের
সেমিফাইনালে
১৪বার
উঠে
প্রথম
হার
নাদালের। নাদাল ও রজার ফেদেরার ২০টি করে গ্র্যান্ড স্লাম জিতে যৌথভাবে শীর্ষে । কিংবদন্তি
রজার ফেদেরার ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেয়ায় এককভাবে চূড়ায় ওঠার সুযোগ ছিল নাদালের। এই টুর্নামেন্ট
থেকে
বিদায়ের
পর
হতাশ
নাদাল। তবে খুব বেশি কষ্ট পাননি নাদাল । টেনিস র্যাঙ্কিংয়ের তিনে
থাকা
এই
স্প্যানিয়ার্ড
বলেন,
‘সম্ভবত
এটা
আমার
সেরা
দিন
ছিল
না। আপনি সব সময় জিতবেন এমনটা কখনই হয় না। কিন্তু
আমার
সুযোগ
ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্ট হারায় খারাপ লাগছে। জীবন
তাই
বলে
থেমে
থাকবে
না। টেনিস কোর্ট জীবনের চেয়ে বড় নয় । এখন আমি পরিবারের কাছে ফিরব এবং পরিকল্পনা সাজাবো পরবর্তী লক্ষ্যের।’
উত্তাপ ছড়িয়েছে
আরেক
সেমিফাইনালেও
। জার্মান
তারকা
আলেকজান্ডার
জভরেভকে
হারিয়ে
ফাইনালে
উঠেছেন
স্তেফানোস
সিতসিপাস। এই গ্রিক তারকা প্রথমবার উঠলেন কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে। ৩ ঘণ্টা
৩৭
মিনিটের
লড়াইয়ে
২২
বছর
বয়সী
সিতসিপাস
হারিয়েছেন
জভরভকে
৬-৩, ৬-৩, ৪-৬, ৪-৬ ও ৬-৩ গেমে। প্রথম গ্রিক খেলোয়াড় সিতসিপাস যিনি পৌঁছালেন গ্র্যান্ড স্লাম ফাইনালে। আগামি শনিবার
শিরোপার
লড়াইয়ে
সিতসিপাস মুখোমুখি হবেন নোভাক জকোভিচের ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts,Please let me know.