Breaking

Breaking News

৩৫ মিলিয়ন ইউরো বেতনে পিএসজিতে মেসি !

বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

রোনালদোর ৫ সেকেন্ডের ১ কাণ্ডে ৩৩ হাজার কোটি টাকা হারালো কোকাকোলা!

কী কারনে এমন কাজ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো সেটা এখনো জানা যাচ্ছে না তবে গতকাল রাতে সংবাদ সম্মেলন করতে গিয়ে বড় এক ঝড়ের সৃষ্টি করেছেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে কথা শুরুর করার আগেই টেবিল থেকে কোমল পানীয় কোকা কোলার বোতল দুইটি  সরিয়ে রাখেন টেবিলে থাকা কোকা কোলার বোতলগুলো উয়েফার খুব বড় এক স্পনসর ছিল

খুবই স্বাস্থ্যসচেতন রোনালদো কোমল পানীয় ভুলে নরমাল পানি খেতে বলেছেন সবাইকে। কিন্তু টেবিল থেকে সরিয়ে তো দিয়েছেন কোকাকোলার বোতল দুইটিকে। আর তাতেই শেয়ারবাজারে ধস নেমেছে কোকা  কোলার  । মাত্র ৩০ মিনিটের মধ্যে কোকাকোলার ব্র্যান্ড মূল্য ৪০০ কোটি ডলার কমে গেছে। অর্থাৎ কোকাকোলার ৩৩ হাজার ৯১৫ কোটি টাকা গায়েব হয়েছে রোনালদোর এক কাণ্ড

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ফলোয়ারের সংখ্যায় রোনালদোর ধারেকাছে নেই কেউ টুইটার,ফেসবুক ও ইনস্টাগ্রাম মিলিয়ে ৫৩ কোটি মানুষ তাঁকে অনুসরণ করেন সব গুলোর মধ্যে ইনস্টাগ্রামেই অনুসারী বেশি তাঁররোনালদোর  ইনস্টাগ্রামে ২৯ কোটি ৮০ লাখ ব্যবহারকারী প্রতিটি নতুন পোস্টের অপেক্ষায় থাকেন সব চেয়ে বড় কথা ইনস্টাগ্রামের অনুসারীসংখ্যা রোনালদোর জন্য অনেক বড় আয়ের উৎস ২০১৯ সালের এক জরিপে দেখা গেছে ইনস্টাগ্রামে পণ্যের সুনাম করার জন্য প্রতিটি সুনামের জন্য রোনালদো পান ৯ লাখ ৭৫ হাজার ডলার ।ইনস্টাগ্রাম থেকে  ২০১৯ সালে নাকি বছরে তাঁর আয় কোটি ৭৮ লাখ ডলার ছিল। তখন রোনালদোর অনুসারী ছিল মাত্র ১৭ কোটি ৭০ লাখের মতো। তবে এখন আরও ১২ কোটি অনুসারী বেড়েছে। ফলে পণ্য সুনামের বাজারে রোনালদো অনেক বড় ভূমিকা রাখেন

কিন্তু গতকাল রোনালদো সংবাদ সম্মেলন শুরু করার আগেই চেয়ারে বসে সামনে রাখা কোকাকোলার বোতল দুটি সরিয়ে পানির বোতল হাতে নিয়ে বলেছেন পানি খান আমিও পানি খাই কিন্তু তখন মনে হয়েছিল কোকাকোলার প্রতিদ্বন্দ্বী পেপসির হয়ে কোন বিজ্ঞাপন করছেন বোধ হয় আর সে কারণেই হয়তো এভাবে কোকাকোলার নেতিবাচক দিক টেনে এনেছেন ইউরোর অফিশিয়াল স্পনসর কোকাকোলা সে কারনেই স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলন টেবিলে নিজেদের বোতল রেখেছে তারা

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার পর কোকাকোলার সঙ্গে পেপসিও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে । তবে এখনো পর্যন্ত রোনালদোর পেপসির সঙ্গে  কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। কিন্তু পর্তুগাল অধিনায়ক  রোনালদোর এই কাণ্ডে সর্বনাশ এমনিতেই হয়ে গেছে কোকাকোলার। ইউরোপের স্টক মার্কেট গতকাল খোলার সময় কোকাকোলার শেয়ারের দাম ছিল ৫৬.১০ ডলার। ৩০ মিনিট পর পর্তুগালের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন শুরু হয়। কিন্তু পুসকাস স্টেডিয়ামে বুদাপেস্টের সংবাদ সম্মেলন কক্ষের ঘটনার সঙ্গে সঙ্গে শেয়ারে দর ৫৫.২২ ডলারে নেমে আসে

যার মানে কোকাকোলা শেয়ারবাজারে এক লাফে . শতাংশ দর হারিয়েছে তার মানে প্রতিষ্ঠানের মূল্য ২৪ হাজার ২০০ কোটি ডলার থেকে এক লাফে ২৩ হাজার ৮০০ কোটি ডলারে নেমে আসে । দারুন স্বাস্থ্য সচেতন রোনালদো অবশ্য এর আগেও কোকাকোলার বিপক্ষে কথা বলেছিলেন। তবে সেটা একটু অন্যভাবে। নিজের ছেলেকে শাসন প্রসঙ্গে বলেছিলেন, আমার ছেলেকে আমি  কড়া শাসনে রাখি। মাঝে মধ্যে সে ফান্টা বা কোক খায়, সাথে চিপসও খায়। তবে সে ভালো করেই জানে আমি এটা পছন্দ করি না।

৩৬ বছরেও শরীরী গঠন তরুণদের মতো ধরে রাখতে কঠোর পরিশ্রম করেন রোনালদো। আর তার জন্য মেহমানদেরও ভুগতে হয় তাঁর বাসায়। নিয়ে একবার প্যাট্রিক এভরা বলেছিলেন, রোনালদোর বাসায় গিয়েছিলাম পেটে ক্ষুধা নিয়ে। বাসায় গিয়ে খাবার টেবিলে দেখলাম শুধু একটা মুরগির বুকের মাংস ,সালাদ আর পানি। কোনো কোমল পানীয় নেই!’

এত দিন কিন্তু কাছের লোকজন মেনে নিয়েছেন রোনালদোর এমন আচরণ। কিন্তু কোকাকোলার মতো বড় ব্র্যান্ড কি সেটা মেনে নেবে? এখন দেখার বিষয় কোকাকোলা কি প্রতিক্রিয়া দেখায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts,Please let me know.