Breaking

Breaking News

৩৫ মিলিয়ন ইউরো বেতনে পিএসজিতে মেসি !

শনিবার, ৭ আগস্ট, ২০২১

পিএসজিতে গেলে ১৯ নম্বর জার্সি হবে মেসির !



লা লিগার বেতন কাঠামোর জটিলতায় লিওনেল মেসির বার্সেলোনা অধ্যায় শেষ হয়েছে গত বৃহস্পতিবার । জোর গুঞ্জন আর্জেন্টাইন মহাতারকা মেসির পরবর্তী ঠিকানা হতে পারে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) । সূত্রের খবর, অনুযায়ী এরই মধ্যে মেসির জার্সি নম্বরও নির্ধারণ করা হয়েছে ।


ফরাসি মিডিয়া গুলো জানিয়েছে পিএসজিতে ১০ নম্বর নয়,বরং ১৯ নম্বর জার্সি পড়ে খলেবেন মেসি । ফরাসি এই ক্লাবটির দশ নম্বর জার্সি পড়ে থাকেন নেইমার । ব্রাজিলিয়ান স্টার নেইমারও চান মেসি ১০ নম্বর পড়ে খেলুক । তবে প্রিয় বন্ধু নেইমারের অনুরোধ নাকি প্রত্যাখ্যান করেছেন মেসি ।


বার্সেলোনায় মেসির আরেক সতীর্থ পেদ্রি গঞ্জালেসও বলছেন একই কথা । নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেন,পিএসজিতে গেলে ১৯ নম্বর জার্সি পড়েই খেলবেন মেসি ।


বন্ধু নেইমারের জন্য ১০ নম্বর জার্সি ছেড়ে দিয়েছেন মেসি । ২০০৪-০৫ মৌসুমে ৩০ নম্বর জার্সিতে বার্সেলোনায় অভিষেক হয় মেসির । এরপর দুই সিজন এই ৩০ নম্বর নিয়ে খেলার পর নিজেই ১৯ নম্বর জার্সি নেন মেসি । তখন বার্সেলোনার ১০ নম্বর জার্সি গায়ে খেলতেন রোনালদিনহো । ২০০৮ সালে ব্রাজিলিয়ান সুপারস্টার বার্সা ছেড়ে দেয়ার পর ১০ নম্বর জার্সি পান মেসি ।


এদিকে অফিসিয়াল ঘোষণা না আসলেও মেসির পিএসজিতে যাওয়া এক প্রকার নিশ্চিত । প্যারিস সেন্ট জার্মেইন এর মালিক নাসির আল খেলাইফির আপন ভাই খালিদ বিন হামাদ বিন খলিফা আল থানাইয়ের দাবি, পিএসজিতেই যোগ দিচ্ছেন মেসি । পিএসজির জার্সি পরা মেসির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করেন তিনি । সেখানে তিনি ক্যাপশনে লিখেছেন,দু’পক্ষই একটি সমঝোতায় পৌঁছেছে । খুব শিগগিরই আসবে আনুষ্ঠানিক ঘোষণা ।’
এদিকে ক্রীড়া ওয়েবসাইট দ্য অ্যাথলেটিকের দাবি, পিএসজিতে যোগ দেয়ার ব্যাপারে কোচ মাউরিসিও পচেত্তিনোর সঙ্গে নাকি সরাসরি যোগাযোগ হয়েছে সুপার স্টার মেসির । যদিও বিষয়টি নিয়ে প্রশ্নে উঠলেও সরাসরি জবাব দেননি পিএসজি কোচ ।


পচেত্তিনো বলেন,আমরা এখন ক্লাবের দিকে মনোযোগী । আমরা খুব ভালোভাবে মৌসুমের দলবদল নিয়ে কাজ করছি এবং নতুন মৌসুম শুরুর আগে আমরা যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছি ,তা অর্জনের জন্য নতুন যেকোনো উপায়ে দলের উন্নতির চেষ্টা করছি ।


পচেত্তিনো আরও বলেন,আমরা জানি মেসির বিষয়ে গতকাল কী হয়েছে। আমি এর থেকে ভিন্ন কিছু বলতে চাই না  । এখন আমাদের মৌসুম ভালোভাবে শুরু করার দিকেই পূর্ণ মনোযোগ ।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts,Please let me know.