বেতন কাঠামোজনিত জটিলতায় লা লিগার বার্সেলোনা অধ্যায় শেষ হয়েছে লিওনেল মেসির । ২১ বছরের সম্পর্কের ইতি টেনে পিএসজি তে যোগ দিচ্ছেন মেসি । মেসির বাবা ও এজেন্ট হোর্হে জর্জ মেসি বিষয়টি নিশ্চিত করেছেন ।
স্প্যানিশ মিডিয়া লা সেক্সটাকে দেয়া সাক্ষাৎকারে জর্জ বলেন, আজকেই পিএসজির সঙ্গে চুক্তি স্বাক্ষর করবেন মেসি।
স্প্যানিশ গণমাধ্যম দৈনিক মার্কার দাবি,আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও মেসির সঙ্গে ইতিমধ্যেই দুই বছরের চুক্তি সেরে ফেলেছে পিএসজি । সুযোগ থাকছে আরও এক বছর মেয়াদ বাড়ানোর ।
এক প্রতিবেদনে স্কাই স্পোর্টস বলেন, পিএসজিতে মেসির বাৎসরিক বেতন ধরা হয়েছে ২৫ মিলিয়ন ইউরো । যা বোনাসসহ হবে ৩৫ মিলিয়ন ইউরো । গত জুনেই চুক্তি শেষ হয়ে যায় লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার । মেসি ৫০ % বেতনেও প্রিয় ক্লাবে থাকতে চেয়েছিলেন । তবে লা লিগার কঠোর বেতন কাঠামোর ঝামেলার কারনে সেটি সম্ভব হয়নি । অনেক জল্পনার পর শেষ পর্যন্ত পিএসজিতেই চলে যাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts,Please let me know.