Breaking

Breaking News

৩৫ মিলিয়ন ইউরো বেতনে পিএসজিতে মেসি !

সোমবার, ২৬ জুলাই, ২০২১

একদিনে স্বর্ণ জিতে অলিম্পিকে ইতিহাস গড়ল দুই ভাইবোন !


টোকিও অলিম্পিকে একদিনে স্বর্ণপদক জিতে নতুন ইতিহাস গড়লেন আপন দুই সহোদর । প্রথমে জুডোয় সোনার পদক পান বোন উতা আবে । এর ঘণ্টা খানেক পর সোনার পদক জিতলেন বড় ভাই আবে হিফুমি । গতকাল অলিম্পিকসে জুডোতে মেয়েদের ৫২ কেজি শ্রেণিতে ফ্রান্সের আমান্দিন বুশারকে হারিয়ে স্বর্ণ পদক জয় করেন ২১ বছর বয়সী উতা আবে । আর ঘণ্টা খানেক পর বোনের সাফল্য দেখে ৬৬ কেজি শ্রেণিতে সেরা হন ভাই হিফুমি । 

অলিম্পিকের ইতিহাসে এই প্রথম একই দিনে দুই আপন ভাইবোন সোনা জয়ের রেকর্ড গড়লেন । গতকাল জর্জিয়ার ভাজা মার্গভেলাশভিলিকে খুব সহজেই হারিয়ে স্বর্ণ পদক জিতে নেন  ২৩ বছর বয়সী হিফুমি । ব্রোঞ্জ জেতেন ব্রাজিলের দানিয়েল কাগনিন ও দক্ষিণ কোরিয়ার আন বউল ।


অলিম্পিকে তার ইভেন্টে প্রথম স্বর্ণজয়ী জাপানি জুডোকা উতা আবে, আবার সবচেয়ে কমবয়সী চ্যাম্পিয়নও হন তিনি । জয় শেষে তিনি বলেন, আমার মনে হয় আমরা দুই ভাইবোন আমাদের নাম ইতিহাসে তুলেছি । আমরা ইতিহাস বদলাতে পেরেছি আর নতুন ইতিহাস গড়তে পেরেছি । ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বুশারকে হারিয়ে উতা আবে বলেন, বুশার এমন একজ প্রতিপক্ষ যাকে আমি মন থেকে অনেক সম্মান করেছি । 

কিন্তু গত চার বছর আমি এই দিনটির জন্যই কঠোর পরিশ্রম করেছি ।’ জুডো থেকে এ পর্যন্ত মোট ৩টি সোনা জিতেছে স্বাগতিক জাপান । হিফুমি ও উতার পর ছেলেদের ৬০ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ পদক পেয়েছেন তাকাতো নাওহিসা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts,Please let me know.