অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য শামীম পাটোয়ারী । ঘরোয়া ও এইচপি দলে হয়ে আলো ছড়িয়ে ছিলেন আলোচনায় । শুধু অপেক্ষায় ছিলেন জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর । দেশের ক্রিকেটবোদ্ধা থেকে শুরু করে ক্রিকেট ভক্তদের চাওয়া ছিল টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট আঙ্গিনায় পথচলা শুরু হোক শামীমের । ভয়ডরহীন মানসিকতা আর টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিংয়ের জন্যই এমন চাওয়া ।
মাত্র ২০ বছর বয়সী এই ক্রিকেটার নিজেও চেয়েছিলেন তার ‘প্রিয়’ সংস্করণ দিয়েই শুরু হোক পথচলা । আর চাওয়াকে প্রাধান্য দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জাতীয় দলে অভিষেক । আর অভিষেক ম্যাচেই করেন ১৩ বলে ২৯ রান । কিন্তু ম্যাচ জেতাতে পারেননি ।
তবে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন । এদিনও ব্যাটিং করেছেন ২০০ শোরও বেশি স্ট্রাইকরেটে । ৬ বাউন্ডারিতে মাত্র ১৫ বলে ৩১ রানে অপরাজিত থাকেন শামীম । ক্যারিয়ারে শুরুর ঝলকে বাংলাদেশের টি-টোয়েন্টিতে নির্ভরযোগ্য ও স্পেশালিস্ট ব্যাটসম্যান হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন তিনি।
অভিষেকেই দলকে জেতানোর মত সুযোগ পেয়েছিলেন শামীম । কিন্তু সফল হতে পারেননি । মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, আরেকটি সুযোগ আসলে আর ভুল করতে চান না । সিরিজ জিতিয়ে মাঠ ছাড়ার পর শামীম বলেন, ‘গত ম্যাচ শেষ করতে পারিনি । আমার মধ্যে একটা ক্ষুধা কাজ করছিল যে, পরের ম্যাচটিতে যদি সুযোগ পাই, আমার লক্ষ্য থাকবে ম্যাচ শেষ করা । সেই সুযোগটা পেয়ে কাজে লাগাতে পেরেছি, তাই আমার অনেক ভাল লাগছে।’
আন্তর্জাতিক ক্রিকেটের ২২ গজ অনেক কঠিন জায়গা । তবে আমার শুরুটা ভালো হয়েছে বলে আমি খুশি । তিনি আরও বলেন, ‘আমার যেহেতু অভিষেক টি-টোয়েন্টি দিয়ে, তাই আমার জন্য ভালো হয়েছে যে সিরিজ জয় দিয়ে শুরু করতে পেরেছি । এটা আমার জন্যও ভালো হয়েছে,আবার দলের জন্যও । আন্তর্জাতিক ক্রিকেটে অনেক কঠিন জায়গা । এতদিন ঢাকা প্রিমিয়ার লীগ খেলেছি অনূর্ধ্ব-১৯ খেলেছি, । তার চেয়ে আন্তর্জাতিক ম্যাচ অনেক কঠিন, অনেক আলাদা একটি জায়গা, তা বুঝতে পেরেছি এখানে আসার পর । আন্তর্জাতিক ক্রিকেটে খারাপ বল খুব কম পাওয়া যায় । বেশিরভাগ সময়ই ভাল বল আসে । তাই ভালো বলগুলিই মারতে হয়, বাউন্ডারিও মারতে হয় । নিজের প্রক্রিয়া ধরে রাখতে হয়, অনেক বেশি দায়িত্ব নিয়ে খেলতে হয় ।’
শামীম ঝোড়ো ব্যাটিংয়ের মতো ফিল্ডিংয়েও দুর্দান্ত । শেষদিকে কিভাবে পাওয়ার হিটিংয়ে ম্যাচ বের করতে হয় তার কিছুটা দেখিয়েছেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts,Please let me know.