ভারত দ্বিতীয় সারির দল পাঠিয়ে শ্রীলঙ্কাকে অবমূল্যায়ন করেছে । লঙ্কান সাবেক ক্রিকেটারদের মুখে সিরিজ শুরুর আগে এমনই অসন্তোষ প্রকাশ পায়। কিন্তু সেই দ্বিতীয় সারি টিম ভারতের কাছেই হোয়াইটওয়াশ হতে চলেছিল স্বাগতিকরা । শেষ পর্যন্ত তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ভারতকে হারিয়ে স্বস্তির জয় পেলো শ্রীলঙ্কা ।
গত শুক্রবার সিরিজের শেষ ম্যাচটিতে বৃষ্টি আইনে ৩ উইকেটে ভারতকে হারায় শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ৪৭ ওভারে, ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৪৩.১ ওভারে ২২৫ রানে অলআউট হয় ভারত । জবাবে ব্যাট করতে নেমে ৩৯ ওভারেই জয় বন্দরে পৌঁছায় লঙ্কানরা।
এদিন নতুন ৫ মুখ নিয়ে টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত । ঝড়ো ইনিংস শুরুর ইঙ্গিত দিয়ে তৃতীয় ওভারে ২৮ রানের মাথায় আউট হন শিখর ধাওয়ান (১৩) । নতুন মুখ সঞ্জু স্যামসনকে নিয়ে ৭৪ রানের জুটি গড়েন পৃথ্বীশ। ৪৯ বলে ৪৯ রান করে আউট হন পৃথ্বিশ । এরপর ৪৬ বলে ৪৬ করে আউট হন সঞ্জু স্যামসন । এরপর থেকে একের পর এক উইকেট হারায় ভারত । ৪৩.১ ওভারে ব্যাট করে ২২৫ রানে অলআউট হয় তারা ।
মিডল অর্ডারে নেমে কেবল সূর্যকুমার যাদবের ব্যাট থেকে আসে ৩৭ বলে ৪০ রান।শ্রীলঙ্কার প্রবীণ জয়াবিক্রমে ও অকিলা ধনাঞ্জয়া ৩টি করে উইকেট নেন । দুশমান্থা চামিরা পান ২ উইকেট ।২২৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে অভিষ্কা ফার্নান্দোর ব্যাটে লঙ্কানরাও ভালো শুরু পায় । কিন্তু মিনোদ ভানুকা ফেরেন ৭ রান করেই । দ্বিতীয় উইকেটে ১০৯ রানের পার্টনারশিপ গড়ে শ্রীলঙ্কার জয়ের পথ তৈরি করে দেন অভিষ্কা ও ভানুকা রাজাপাকসে । রাজাপাকসে ৫৬ বলে ৬৫ রানের ঝলমলে ইনিংস খেলে চেতন সাকারিয়ার বলে আউট হন । পরের ওভারেও ধনঞ্জয়া ডি সিলভাকেও শিকার করেন চেতন।
চরিথ আসালঙ্কা অভিষ্কার সাথে ৪৩ রানের জুটি গড়ে ২৮ বলে ২৪ রান করে বিদায় নেন । ১৯৫ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার পক্ষে এদিন সর্বোচ্চ রান করেন অভিষ্কা ফার্নান্দো । ৯৮ বলে ৭৬ রান করে আউট হন তিনি। জয় থেকে মাত্র ৭ রান বাকি থাকতে আউট হন চামিকা করুণারত্নে ।
শেষ দিকে আকিল ধনাঞ্জয়ার ৫ ও রমেশ মেন্ডিসের ১৫ রানে ৩ উইকেটের জয় পায় শ্রীলঙ্কা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts,Please let me know.