জাপানের টোকিও অলিম্পিকে সবার আগে প্রথম সোনার পদক জিতে নিয়েছে চীন । চীনের শুটার ইয়াং কিয়ান মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল শুটিংয়ে সোনা জিতলেন । শুধু প্রথম সোনা জয়ই নয়, একটি অলিম্পিক রেকর্ডও গড়েছেন কিয়ান ।
ইয়াং কিয়ান মাত্র ২১ বছর বয়সী পেয়েছেন ২৫১.৮ পয়েন্ট । যা অলিম্পিকের ফাইনালে এটা সর্বোচ্চ স্কোরের রেকর্ড । আর রুপাজয়ী রাশিয়ান আনাস্তাসিয়া গালাশিনার করেছেন ২৫১.১ স্কোর । চীনের এই শুটার ফাইনালের শেষ শটে পেয়েছেন ৯.৮ স্কোর । আর গালাশিনা করেছেন ৮.৯ স্কোর ।
এর আগে বাছাই পর্বে কিয়ান হয়েছিলেন চতুর্থ আর গালাশিনা অষ্টম হয়েছিলেন ।
তবে দুজনই পদকের মঞ্চ থেকে বিজয়ীর হাসি হাসলেন । এই ফাইনাল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন সুইজারল্যান্ডের নিনা ক্রিস্টেন । তিনি করেছিলেন ২৩০.৬ স্কোর ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts,Please let me know.