Breaking

Breaking News

৩৫ মিলিয়ন ইউরো বেতনে পিএসজিতে মেসি !

বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

তবে কি শেষ পর্যন্ত ছুটি নিয়ে দেশ ছাড়ছেন সাকিব !

 

 

ঢাকা প্রিমিয়ার লীগে মোহামেডানের অধিনায়ক হিসেবে সাকিব আল হাসান খেলেছেন ম্যাচ সর্বশেষ সাকিব আবাহনী-মোহামেডান ম্যাচে স্টাম্পে লাথি মেরে তিন ম্যাচ নিষিদ্ধ হন তারপরই ১২ই জুন তিনি  হোটেলের বায়ো বাবল থেকে বের হয়ে যান কিন্তু তিনি সেটা জানাননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগকে

তার শাস্তির মেয়াদ গতকালই শেষ হয়েছে সাকিব এরই মধ্যে দুই দফা করোনা টেস্ট করিয়েছেন কিন্তু এবার  তৈরি হয়েছে নতুন জল্পনা তিনি আবারো বায়ো বাবলে ফিরে মোহামেডানের হয়ে খেলবেন নাকি যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন পরিবারের সঙ্গে সময় কাটাতে! কিন্তু তার জন্য আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ছুটি চাইতে হবে তাকে কারণ টাইগাররা এই মাসের শেষ দিকে যাবে জিম্বাবুয়েতে পূর্ণাঙ্গ সফরে

আর এই অলরাউন্ডারের দলের সঙ্গে যাওয়ার কথা রয়েছে তবে জানা গেছে তিনি যুক্তরাষ্ট্র থেকেই জিম্বাবুয়েতে  দলের সঙ্গে যোগ দেবেন আর দ্বিতীয় দফায় করোনা টেস্টের জন্য তিনি গতকাল বিসিবিতে এসেছিলেন তখনই গুঞ্জন ছড়িয়ে পড়ে ছুটি চেয়ে হয়তো আবেদনপত্র জমা দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা  নিজামুদ্দিন সুজনের কাছে

  কিন্তু এই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি তবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানও এমন কোনো বিষয় জানেন না এমনকি বিসিবির মেডিক্যাল বিভাগের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী ও জানেন না সাকিব বায়ো বাবলে ফিরবেন কিনা  তিনি বলেন, আমরা শুনেছি যে সাকিব করোনা টেস্ট করিয়েছে তবে সে বায়ো বাবলে ফিরবে কিনা তাও জানি না নিয়ম অনুযায়ী তাকে আমাদের জানানোর কথা


তবে বিসিবির চিকিৎক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন শাস্তি হওয়ার পর পরই সাকিব বায়ো বাবল থেকে বের হয়ে গেছেন নিয়ম অনুযায়ী তাকে খেলায় ফিরতে হলে কমপক্ষে তিন দিন আইসোলেশনে থেকেই আসতে হবে ব্যাপারে তিনি বলেন, ঢাকা প্রিমিয়ার লীগে এবার কঠোর নিয়ম করা হয়েছে যেমন যদি অল্প সময়ের মধ্যে কোনো ক্রিকেটার খুব জরুরী প্রয়োজনে বায়ো বাবল থেকে বের হতে চায় তাহলে আমরা সেই খেলোয়াড়ের সঙ্গে আমাদের একজন প্রতিনিধি দিয়ে থাকি

তবে লম্বা সময়ের জন্য সাকিব বায়ো বাবল থেকে বের হয়েছেন তাই ফিরতে হলে তাকে তিন দিন আমাদের অধিনে আইসোলেশনে থেকে করোনা টেস্ট দিয়েই মাঠে ফিরতে হবে কিন্তু এখন সে যে টেস্ট করিয়েছে কেন করিয়েছে খেলায় ফিরবে না অন্য বিষয় তা আমরা নিশ্চিত নই কারণ সে বা তার ক্লাব আমাদের কোন কিছুই জানায়নিআগেই জল্পনা ছিল মোহামেডানের সুপার লীগে খেলা নিশ্চিত হলেই সাকিব যুক্তরাষ্ট্রে যাবেন পরিবারের সঙ্গে দেখা করতে তবে তার দল এরই মধ্যে গতকালই সুপার লীগে খেলা নিশ্চিত করেছে সেই জন্য তার দেশ ছাড়ার বিষয়টি আরও বেশি জোড়ালো হচ্ছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts,Please let me know.