ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলে পেসারদের শিকার ১৪ উইকেট। সেন্ট লুসিয়ায় প্রথম টেস্টে গতির ঝড় তুললেন পেসাররা। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৯৭ রানে অলআউট হয় । দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১২৮ রানে প্রথম দিন শেষ করেছে । কুইন্টন
ডি
কক
৪ আর ভ্যান
ডার
ডুসেন
৩৪
রানে অপরাজিত রয়েছেন ।
টসে
জিতে
ব্যাটিংয়ে
নেমে
ড্যারেন
স্যামি
আন্তর্জাতিক
স্টেডিয়ামে
বিপর্যয়ে
পড়ে
উইন্ডিজ। লুঙ্গি এনগিডি ও এনরিখ নরতিয়ের বোলিং তোপে পড়ে স্বাগতিকরা। প্রথম
উইকেট
২৪
রানে
হারানোর
পর
থিতু
পারেননি
কেউই। ক্যারিবিয়ানদের প্রথম ইনিংসের সর্বোচ্চ রান জেসন হোল্ডারের (২০)। আর ছয় ব্যাটসম্যান পারেননি দুই অঙ্ক ছুঁতে। ২ জন ফিরেছেন শূন্য রানে ।এনগিডি নিয়েছেন ১৯ রানে ৫ উইকেট । আর ৩৫ রানে নরতিয়ে নিয়েছেন ৪ উইকেট ।
শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকারও। ডিন এলগারকে স্কোরবোর্ডে কোনো রান জমা হওয়ার আগেই সাজঘরের পথ ধরান কেমার রোচ। নিয়মিত অধিনায়ক হিসেবে এই টেস্ট দিয়েই যাত্রা শুরু হয় এলগারের। কিগান পিটারসেনের ব্যাট থেকে আসে ১৯ রান । আর এডেন মার্করাম করেন ৬০ রান। ৩ উইকেট নিয়ে অভিষেকেই আলো ছড়িয়েছেন ক্যারিবীয় পেসার জেইডেন সিলস । দিন শেষে স্বাগতিকদের সেরা বোলার তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts,Please let me know.