চলতি প্রিমিয়ার লীগে মোহামেডানের হয়ে ব্যাট হাতে মোটেও সুবিধা করতে পারছেন না সাকিব আল হাসান। নিয়মিত দলও হারছে । কয়দিন আগে বায়ো বাবল ভেঙে বির্তকে জড়িয়েছেন তিনি। সেই রেশ কাটতে না কাটতেই আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে লাথি মেরে স্টাম্প ভাঙলেন সাকিব ।
ঢাকা প্রিময়ার লীগের বৃহস্পতিবারের ম্যাচে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে একটি এলবির আবেদনে সারা দেননি আম্পায়ার ইমরান পারভেজ । তাতেই মেজাজ হারিয়ে ফেলেন সাকিব । আম্পায়ারের ইমরান পারভেজের সঙ্গে বিতর্কে জড়িয়ে লাথি দিয়ে ভাঙলেন স্টাম্প।
এদিন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ও আবাহনী লিমিটেড । সময়ের ফেরে মোহামেডান- আবাহনী ক্রিকেট দ্বৈরথ রঙ হারালেও সাকিবের কল্যাণে আজ অতীতের উত্তেজনা ফিরলো মাঠে।
আবাহনী ইনিংসের পঞ্চম ওভারে ঘটনাটা ।
নিজের বোলিংয়ে মুশফিকুর রহীমের বিপক্ষে এলবিডব্লিউর আবেদনে সাড়া দেননি আম্পায়ার। আর তাতেই সঙ্গে সঙ্গেই লাথি মেরে স্টাম্প ভাঙেন সাকিব । শুভাগত হোমের পরের ওভারেই বোলিংয়ের সময় বৃষ্টি নামলে ওভারের ১ বল বাকি রেখে আম্পায়ার খেলা বন্ধ করার ঘোষণা দিলে আবার নিজের হাতে স্টাম্প উপড়ে ফেলেন সাকিব ।
আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গেও ড্রেসিংরুমে ফেরার পথে কথা কাটাকাটি হয় তার। পরে দুই দলের ক্রিকেটাররা এসে দুজনকে দুই দিকে টেনে নিয়ে জান । বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত আবাহনীর সংগ্রহ ৫.৫ ওভারে তিন উইকেট হারিয়ে ৩১ রান আর মোহামেডানের আগে ব্যাট করে ১৪৬ রানের টার্গেটে দেয় । ১২ রানে মুশফিকুর রহীম ও ১৩ রানে শান্ত উইকেটে ছিলেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts,Please let me know.