Breaking

Breaking News

৩৫ মিলিয়ন ইউরো বেতনে পিএসজিতে মেসি !

শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

ন্যু ক্যাম্প এর বাইরে বসে কাঁদছেন মেসি ভক্তরা !

 

লিওনেল মেসি গত বছর যখন বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিলেন,তখন স্পেনের কাতালুনিয়ায় বিক্ষোভে ফেটে পড়েছিল বার্সা সমর্থকেরা । তারা সেই সময়ের সভাপতি জোসেপ মারিয়া বার্তামেউয়ের বিরুদ্ধে আওয়াজ তোলেন । বার্তামেউ শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হন; তাকে জেলও খাটতে হয় । চুক্তির একটি আইনী প্যাঁচে পড়ে মেসি থেকে যান আরও এক মৌসুম । তবে গত মৌসুম শেষে আবারও মেসিকে নিয়ে নতুন জল্পনা তৈরি হয় । কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত লিওনেল মেসির সঙ্গে ২১ বছরের সম্পর্ক ভাঙতে বাধ্য হলো বার্সেলোনা ।


 গত বৃহস্পতিবারই আনুষ্ঠানিকভাবে মেসির সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করার পরিকল্পনা ছিল । পরিকল্পনা অনুযায়ী মেসির এজেন্টদের সঙ্গে কথা বলে চুক্তি স্বাক্ষরের জন্য মধ্য়াহ্নভোজেরও আয়োজন করেছিলেন বার্সা কর্মকর্তারা । কিন্তু মেসির নতুন চুক্তির ব্যাপারে বাধা হয়ে দাঁড়ালো লা লিগা । স্পেনের সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ফাইনান্সিয়াল ফেয়ার প্লে বা আর্থিক স্বচ্ছতা বজায় রাখতেই লা লিগা কর্তৃপক্ষ মেসির নতুন চুক্তি নাকচ করে দেয় । এর পরপরই আনুষ্ঠানিক বিবৃতিতে বার্সা কর্তৃপক্ষ মেসির সঙ্গে সম্পর্কচ্ছেদের কথা জানান । 

অপ্রত্যাশিত মেসির এই বিদায়ে ভেঙ্গে পড়েছেন তার সমর্থকেরা । বার্সার জার্সিতে দেখা যাবে না ক্লাবটির ইতিহাসের শ্রেষ্ঠ এই ফুটবলারকে-আর এটা যেন তারা মানতেই পারছেন না । বার্সার আনুষ্ঠানিক ঘোষণার পর গতকাল রাত থেকেই মেসিভক্তরা ক্যাম্প ন্যুয়ের সামনে জড়ো হন । অনেকে লা লিগা ও ক্লাব এর প্রতি ক্ষোভ প্রদর্শন করেন । আবার অনেককে অঝোরে কাঁদতে দেখা যায় । বেশিরভাগই সমর্থকই মনে করছিলেন গত বছরের মতো এটাও হয়তো মিথ্যা হয়ে যাবে । কিন্তু না মেসির বার্সেলোনা ছেড়ে যাওয়া এখন নির্মম সত্যি !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts,Please let me know.