ব্রাজিলের আদালতের কারণে কোপা আমেরিকা আয়োজন নিয়ে গত দুই সপ্তাহ ধরে ছিল অনিশ্চয়তা । অবশেষে সব শঙ্কা শেষ হয়ে গেলো । আদালতের অনুমতি পাবার পর নির্ধারিত সময়েই মাঠে গড়াচ্ছে বিশ্বের প্রাচীন এই ফুটবল আসর। রাজনৈতিক অস্থিরতার কারণে আয়োজক হিসেবে সরিয়ে দেয়া হয় কলম্বিয়াকে। করোনা সংকটের দোহাই দিয়ে যৌথ আয়োজক আর্জেন্টিনা কেটে পরে । টুর্নামেন্ট আয়োজন নিয়েই দেখা দেয় বিপত্তি । পরে নতুন আয়োজক হিসেবে ঘোষণা করা হয় ব্রাজিলের নাম । তা নিয়ে হইচই পরে যায় ব্রাজিলের জাতিও দলে । করোনার কারনে ব্রাজিল জাতীয় দলের ফুটবলার এবং দেশটির জনমনে ছিল ক্ষোভ। বিষয়টি হস্তক্ষেপ করেছিলো ব্রাজিলের আদালত ।
কিন্তু শেষ পর্যন্ত ব্রাজিলের আদালত রায় দিয়েছেন কোপা আয়োজনের পক্ষে। বাংলাদেশ সময় সোমবার ভোর ৩টায় উদ্বোধনী ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। করোনা মহামারির কারনে কোপা আমেরিকা আয়োজনে বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি, এমন অভিযোগ আনা হয়েছিল কোপার বিরুদ্ধে। প্রধান বিচারপতি লুইস ফাক্স গণমাধ্যমে জানান, অনলাইনে ১১ সদস্যের আদালত বসিয়ে তিনি বিষয়টির শুনানি অনুষ্ঠিত করেন।
ব্রাজিলের জাতীয় মেটালওয়ার্কার্স ইউনিয়ন,আদালতে যুক্তি-তর্ক উপস্থাপন করেছে ,কংগ্রেসের বিরোধীদলীয় সদস্য হুলিও দেলগাদো আর তার দল ব্রাজিলিয়ান সোশ্যালিস্ট পার্টি (পিএসবি)। মেটালওয়ার্কার্স ইউনিয়ন বলেছিল, কোপা আমেরিকা আয়োজনে করোনা
সংক্রমন ও মৃত্যুর ঝুঁকি বাড়বে।’ তবে বেশিরভাগ
বিচারক এ টুর্নামেন্ট আয়োজনে বাধা দেখছেন না। ব্রাজিল সরকারকে নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন বিচারকরা।
করোনা মহামারির সময়ে যে কোনো টুর্নামেন্ট আয়োজনেই থাকে বাড়তি সতর্কতা।
কোপা আমেরিকাও টুর্নামেন্ট ও তার ব্যতিক্রম নয়। মাঠে থাকবেনা কোন দর্শক । খুব কম জনবল দিয়ে হবে টুর্নামেন্টের সব কাজ। আর প্রতি দুই দিন পর পর একবার করে খেলোয়াড়দের করোনা পরীক্ষা করবে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। ব্রাজিলের আয়োজক চার শহরে ভাড়া করা বিশেষ বিমানে দলগুলো সফর করবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts,Please let me know.