Breaking

Breaking News

৩৫ মিলিয়ন ইউরো বেতনে পিএসজিতে মেসি !

রবিবার, ১৩ জুন, ২০২১

এবার শাহাদাত-সাব্বির আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানালেন ।


 

মাত্র দুদিন আগে সাকিব আল হাসান আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে স্টাম্প উপড়ে ফেলেছিলেন । সেই কান্ডের রেস কাটতে না কাটতে এবার সাব্বির রহমান শাহাদাত হোসেন রাজীব প্রিমিয়ার লীগে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ জানালেন

দুই দল লিজেন্ড অব রূপগঞ্জ শেখ জামাল ধানমন্ডি ক্লাব মুখোমুখি হয়  বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তম রাউন্ডের ম্যাচে সেই ম্যাচের প্রথম ইনিংসের ১৫তম ওভারে সাব্বির আহমেদ,সালাহউদ্দিন শাকিলের অফ স্টাম্পের বেশ বাইরে বলটি খেলার চেষ্টা করেন কিন্তু বল গিয়ে জমা হয় শেখ জামালের উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের গ্লাভসে কিপার সহ বলার দুজনই আউটের আবেদন করলেন, ফিল্ড আম্পায়ার সঙ্গে সঙ্গেই সাড়া আউট দিয়ে দেন । কিন্তু সাব্বির এমন সিদ্ধান্ত মানতে নারাজ ক্রিজ ও ছাড়তে চাইলেন না হাতের ইশারায় আম্পায়ারকে  বোঝালেন এটি কোনোভাবেই তার ব্যাট স্পর্শ করেনি কিন্তু  সিদ্ধান্ত অনড় ফিল্ড আম্পায়ার পরে ভিডিও ফুটেজ দেখেও বোঝা গেল, শাকিলের করা বলটি সাব্বিরের ব্যাটের বেশ বাইরে দিয়ে গিয়েছে । অবশেষে একরাশ হতাশা নিয়ে ড্রেসিংরুমে ফিরে যান সাব্বির এতেই শেষ হয় তার ৩১ বলে ৪১ রানের ইনিংসটি বৃষ্টি আইনে শেখ জামাল জয় পায় রানে
মিরপুরের শের--বাংলা স্টেডিয়াম দিনের দ্বিতীয় ঘটনা সেখানে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় পারটেক্স প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও স্পোর্টিং ক্লাব ম্যাচে আগে ব্যাট করে পারটেক্স দোলেশ্বরকে ১৩৫ রানের লক্ষ্য দেয় বেশ জমজামাটপূর্ণ লড়াইটা হচ্ছিল কিন্তু ঘটনা ঘটে দোলেশ্বরের ইনিংসের ১৯তম ওভারে তখন দোলেশ্বরের জয়ের জন্য প্রয়োজন ১৩ রান শেষ ওভারে ব্যাট করছিলেন দুই সেট ব্যাটসম্যান শামীম পাটোয়ারি ও ফজলে মাহমুদ

১৯ তম ওভারে বল করতে  আসেন পেসার শাহাদাত হোসেন তার করা ওভারে প্রথম বলে ১ রান তোলেন ব্যাটসম্যান শামীম এরপর ফজলে মাহমুদ প্রান্ত বদল করে স্ট্রাক প্রান্তে যান শাহাদাতের হোসেনের করা দ্বিতীয় বলটি তার পায়ে লাগলে জোড়ালো আবেদন করেন পারটেক্সের খেলোয়াড়রা কিন্তু তাতে সাড়া দেননি মাঠে থাকা ফিল্ড আম্পায়ার তাতেই ক্ষিপ্ত হয়ে যান শাহাদাতকে  পরে নিজের তৃতীয় বলে ফজলে মাহমুদকে মেহরাব হোসেনের তালুবন্দি করান শাহাদাত তখন ৭১ রানে ব্যাট করছিল ফজলে মাহমুদ । কিন্তু তখনও শাহাদাত হোসেনকে বেশ উত্তেজিত দেখা যায় পাগলাটে উদযাপন করে জানান দেন, আম্পায়ারের আগের সিদ্ধান্তে খুব অসন্তুষ্ট ছিলেন তিনি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts,Please let me know.